Books | Coach Kanchon
top of page

এখন যৌবন যার
উদ্যোক্তা হবার শ্রেষ্ঠ সময়।

book-cover.png
Who Are We

কিন্তু এদেশের উদ্যোক্তাদের চিরন্তন সমস্যা...

letter3.png

সব সমস্যার সমাধান একটাই, বিজনেস ব্লুপ্রিন্ট। কেন?

এ দেশে আমরা বিজনেস শুরু করি-

অন্যের দেখাদেখি অথবা তথাকথিত মোটিভেশন গুরুদের অনুপ্রেরণায়।

বিজনেস সম্বন্ধে আমাদের হলিস্টিক ভিউ থাকেনা। তাইতো বিজনেসে নেমে সহজেই দেউলিয়া হয়ে যাই। বিজনেসের প্রতি ধাপেই আমরা অসংখ্য ভুল করতে থাকি। কারণ বাংলাদেশের মার্কেটে কিভাবে বিজনেস করবো এর কোন পারফেক্ট গাইডলাইন কোথাও নেই।

 

বিজনেস ব্লুপ্রিন্ট পড়ে কেউ দেউলিয়া হয় না

কারণ…

এই বইয়ে আইডিয়া জেনারেশন থেকে মডেল ডিজাইন, ফান্ডিং, উইনিং টিম তৈরি, ম্যাগনেটিক মার্কেটিং,কাস্টমার তৈরি ও ধরে রাখার উপর পুরো একটা হলিস্টিক ভিউ ও স্ট্রাটেজিক্যাল ফ্রেমওয়ার্ক স্টেপ বাই স্টেপ শেয়ার করা হয়েছে। এতে আপনি অসংখ্য অজানা ভুল থেকে বেঁচে যাবেন।

টাকা আর গায়ের জোরে নয় - ব্রেইনের জোরে বিজনেস হয়।

tk-with-brain-.png

শুধু টাকা থাকলে আর গাধার মতো খাটুনি দিলেই এখনকার দিনে বিজনেস হয় না। ইনফ্যাক্ট ইটস TRUE.

 

ডিজিটাল এই যুগে বিজনেস মানে ব্যাটেলগ্রাউন্ড। মাটি নয় এ যুদ্ধে দখল করতে হয় কাস্টমার এর মাইন্ড। তাই প্রয়োজন রাইট নলেজ, সিক্রেট স্ট্রাটেজি, প্রপার মডেল ডিজাইন, মানি জেনারেটিং মেথড, পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক, টুলস ও ম্যানি মেকিং মার্কেটিং প্লান। এ সব কিছুর গাইডলাইন একসাথে পাচ্ছেন বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ে (কোচ কাঞ্চনের ১৫ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতার নির্যাসে)।

 

যেকোনো উদ্যোক্তার এতো কিছু একসাথে ম্যানেজ করতে প্রয়োজন পাওয়ারফুল ব্রেইন ও স্ট্রং মাইন্ড সেটাপ। উদ্যোক্তা নিজেকে কিভাবে ডেভেলপ করবে এর Proven সায়েন্স ও সাইকোলজি আছে বইয়ের ২য় পার্ট 'ফেইলিউর টু ফেয়ারলেস' এর পুরোটা জুড়েই। ব্রেইনের জোর বাড়াতে ও বিজনেসে জেতার কৌশল শিখতে, পড়ুন বিজনেস ব্লুপ্রিন্ট বইটি।

নতুন যুগের বিজনেসে জয়ী হতে গতানুগতিক বিজনেস ধারণা থেকে বেরিয়ে আসুন।
 বিজনেস ব্লুপ্রিন্ট পড়ে শিখুন....

  •  বিজনেসে ১০০% সফল হওয়ার সিক্রেট মেথড। 

  •  নতুন কাস্টমার তৈরি করার এবং সেল বাড়ানোর সবচেয়ে কার্যকরী পদ্ধতি। 

  • বিজনেসের শুরুতেই করা সবচেয়ে মারাত্মক ভুল এবং তা থেকে সংশোধনের পরীক্ষিত টেকনিক। 

  • কীভাবে জাস্ট প্ল্যান চেঞ্জ করেই দ্বিগুণ সেল নিয়ে আসা যায় বিজনেসে। 

  • বিজনেসে সফল হওয়ার স্টেপ বাই স্টেপ ম্যাপিং। 

  • রাইট ডিরেকশনে বিজনেস করার কৌশল।

আমি যেভাবে
ঘুরে দাঁড়িয়েছি 

না বুঝে বিজনেসে নেমে একটার পর একটা প্রজেক্টে ব্যর্থ হয়েছি। কমপক্ষে ১২ ধরনের বিজনেসে লস করেছি।

পুঁজি হারিয়ে হয়েছি নিঃস্ব।

ডেটা, এ আই, আই ও টি, মেশিন লার্নিং,রোবট আর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন এর যুগে এসেও যদি লৌহ যুগের মতো বিজনেস দাড় করাতে চাই তাহলে আমাদের পতন ঠেকাবে কে? মাথায় রাখতে হবে এখন গরুর গাড়ি বা পাথর ঘষে আগুন ধরানোর যুগ নয়।

 
গাধার মতো খাটার দিন শেষ 
এখন হবে শুধুই স্মার্ট বিজনেস। 

 

আমিও সবার মতো এক যুগ গাধার মতো খেটেছি। যা মাথায় আসছে করেছি। নিজেই সব কাজ করার চেষ্টা করতাম। কিন্তু কোন কিছুই সফলতার দেখা পাচ্ছিলাম না। লস করতে করতে তলানিতে চলে আসলাম। অফিস ভাড়া, বাসা ভাড়া,এমপ্লয়ি সেলারি সব আটকে গেল। দুইজন বাদে একে একে সব পার্টনাররা বিদায় নিলো। 
 

ব্যাংকের জমা সব টাকা, বউয়ের স্বর্ণ গয়না সব বিক্রি করেও শেষ রক্ষা হয়নি। অফিস ছেড়ে মাঠে, পার্কে, মসজিদে বসে মিটিং- প্লানিং ঘুরে দাড়ানোর চেষ্টা। নাহ কিছুতেই কাজ হচ্ছিল না। মাথার উপর বিনিয়োগকারী, পাওনাদারদের চাপতো আছেই। 

 

সত্যি বলতে টেনশনে সুইসাইডাল থটও চলে আসতো! 

(সেই দিনগুলো এতোটাই ভয়াবহ ছিল)

 

এরপর একদিন একটু মনটাকে স্থির করে সব কাজ থেকে ব্রেক নিলাম। বুঝলাম কোথাও ভুল হচ্ছে ভিন্নভাবে আগাতে হবে। 

 

তখন মনোযোগ দিলাম নিজেকে স্কিলড ও শার্প করায়। কিছু টাকা এরেঞ্জ করে হার্ভার্ড, এম আই টি থেকে হালের সেরা স্পিকার টনি রবিনস, টি হার্ব ইকার, জ্যাক ক্যানফিল্ড, নেইল প্যাটেল, ড্যারেন হার্ডি, জেই আব্রাহামসহ দেশি বিদেশি নানা  এক্সপার্টদের বিভিন্ন ধরণের কোর্সে অ্যাটেন্ড করলাম। বিডিজবসতো ছিল তখন নিজের ঘরবাড়ি। 

 

বই পড়া শুরু করলাম। রিচ ড্যাড পুওর ড্যাড, হান্ড্রেড ডলার স্টার্টাপ থেকে আবদুল হামিদ স্যারের সহজ ভাষায় মার্কেটিং কিছুই বাদ যায়নি।

 

আমি পুরো 360 ডিগ্রি বদলে গেলাম। পালটে গেল চিন্তার ধরণ, বিজনেস এর গতিপথ। শুরু হলো গোছানোর যাত্রা। কয়েক মাসের মধ্যেই নতুন ব্র‍্যান্ড লঞ্চ করলাম। তাও খুবই অল্প টাকায়। বলতে পারেন ফাইভ স্টার হোটেলের এক বেলার লাঞ্চের টাকায়।

 

বিলিভ মি অর নট গত এক যুগে বিজনেস করে যত আয় করেছি তা এখন এক অর্ডারেই ছাড়িয়ে যায়। 


আমার সফলতার সিক্রেট সসটা ছিল ধৈর্য্য, সাহস আর একটা উইনিং টিম বিল্ড করতে পারা। একদিনের জন্যও আমি হাল ছাড়িনি। যে কয়জন আমার সাথে ছিল জীবন উজাড় করে তাদের আগলে রেখেছি। নিজের দুঃখ কষ্ট শেয়ার করেছি, তাদের দুঃখে পাশে দাড়িয়েছি। হ্যাঁ এরমধ্যেও অনেকে আমাকে ঠকিয়েছে, বিশ্বাস ভংগ করেছে। আমি এক মুহুর্তের জন্যও কাউকে ঠকানোর চিন্তা করিনি। নিয়্যত টা শুদ্ধ রেখেছি আল্লাহর উপর ভরসা রেখেছি। প্রাণপণে নিজের চেষ্টা করে গেছি। আল্লাহ আমাকে অফুরন্ত দিয়েছেন। 

মার্কেটিং এর অ্যাডভান্স লেভেলের নলেজ আমার বিগ বিজনেস বিল্ড করতে দারুণ হেল্প করছে। 

বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ে কিভাবে উইনিং টিম গড়বেন এবং মানি মেকিং মিনিংফুল মার্কেটিং করবেন সেটা পুঙখানুপুংখ তুলে ধরেছি। 

 

আমার কোম্পানি এখন দেশের কর্পোরেট জগতে সবচেয়ে বড় অর্গানিক ফুড সাপ্লাইয়ার। স্কয়ার, এসকেএফ, হেলথ কেয়ার, ইনসেপ্টা, অপসোনিন, ঢাকা মেডিকেল কলেজ, নাভানা, পপুলার, ইন্ডিয়ান অ্যাম্বাসীসহ বহু বড় বড় কোম্পানি আমাদের কাস্টমার। আলহামদুলিল্লাহ। 

 

বিশ্বাস করেন আপনাদের অনেকের মতো আমারও বই পড়তে ভাল্লাগতো না। কিন্তু জোর করে পড়েছি। কোর্স-ট্রেনিং আর বই পড়া। আমি স্টুডেন্ট লাইফেও কোনদিন এতো পড়াশোনা করেনি। আমি বুঝেছি এখনকার দুনিয়ায় বিজনেস মানে ব্যাটেলগ্রাউন্ড। তাই এই যুদ্ধে জিততে বেস্ট প্রিপারেশন ছাড়া কোন উপায় নেই। বিজনেস এখন লার্নেবল স্কিল। বিজনেস যতটা না করার ব্যাপার, তারচেয়ে বেশি পড়ার।

 

আমি নলেজে ইনভেস্ট করেছি বিজনেস আমার জন্য সহজ হয়ে গিয়েছে। আপনি বিজনেসে ইনভেস্ট করছেন কিন্তু সঠিক নলেজ না থাকায় সেই ইনভেস্ট জলে যাচ্ছে। কারণ আমরা সবাই জানি,
Investment in knowledge pays best interest.

আমি নিজে যেহেতু নানা চড়াই উতড়াই পাড়ি দিয়ে বিজনেসে সফল হয়েছি।
আমি চাই সেইম কষ্ট আর ভুলগুলো তরুণ উদ্যোক্তারা না করুক। তাদের জন্যই আমার ১৫ বছরের অভিজ্ঞতার  নির্যাসে,

৩ বছরব্যাপী লিখেছি বিজনেস ব্লুপ্রিন্ট বইটি। 

খোলা চিঠি

letter.jpg

আপনিও কি চান আমার মতো বিগ বিজনেস বিল্ড করতে?

ইয়েস! আমরা সবাই চাই 
লাইফে ঘুরে দাঁড়াতে ও বিগ বিজনেস বিল্ড করতে।

333.jpg

এই বই পড়ে আপনি জানবেন

book-page-footer.png
  • IMPAct নামে বিজনেসে সফল হওয়ার সবচেয়ে কার্যকরী মেথড 

  • বিলিয়ন ডলার বিজনেস ফর্মুলা (RV+RK+RU) 

  • ইনোভেশন প্রসেস

  • মার্কেটফিট আইডিয়া জেনারেশন 

  • বিজনেস জয়ের Military Strategy  

  • FEBE মার্কেটিং পদ্ধতি

  • Proven মার্কেটিং টেকনিকস 

  • মানি জেনারেটিং মেথড 

  • 60-60-60-60 রুলস 

  • ABCD টুলস 

  • সাকসেস সাইকোলজি 

  • কাস্টমারকে জয় করার পাওয়ারফুল ইকুয়েশন BX= BC+CX+UX 

  • শত প্রতিকূলতায় টিকে থাকার রসদ।

  • 4D স্ট্রাটেজি 

  • উইনিং টিম বিল্ডিং ট্রিকস 

  • চাক দে ইন্ডিয়া স্ট্রাটেজি 

  • 4H, 5C ও ৫ প 

  • 55-38-7 ফর্মুলা 

  • Productivity সিক্রেটস 

  • Health & Fitness টিপস 

  • ADD  মেথড 

  • পারকিনসন'স Law 

  • এবং আরো অনেক অনেক অনেক কিছু!

কেন পড়বেন?  

এই বইয়ের বিশেষত্ব হচ্ছে, ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা, অসংখ্য রেফারেন্স আর বিশ্লেষণ। একদম শুরুতেই আছে সক্রেটিসের কথা। কারণ বিজনেস শুধু নিছক পুঁজির বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে ফিলোসফি। ব্যাখ্যা করে বলা হয়েছে IMPAct নামে বিজনেসে সফল হওয়ার সবচেয়ে কার্যকরী মেথডকে। অল্প পুঁজিতে বিজনেসের উপায় থেকে শুরু করে ইউনিক বিজনেস আইডিয়া, বিজনেসে ইনোভেশন, মার্কেটিং-এর কৌশল এবং এর কাটাছেঁড়া বিশ্লেষণ, আজকের ব্র্যান্ড এক্সপেরিয়েন্সের দুনিয়ায় কাস্টমার কেন বেইবি, বিজনেসের যুদ্ধজয়ের কৌশল, উদ্যোক্তার চিন্তার খোরাক, উদ্যোক্তার টিকে থাকার রসদ, প্রোডাক্টিভিটি সিক্রেটস কিংবা বেকার টু বিলিওনিয়ারের মতো অভিনব সব টপিকে ভরপুর এই বই আপনাকে আলোড়িত করতে বাধ্য।          

 

একটা বিজনেস আইডিয়া কীভাবে ব্র্যান্ড হয়ে ওঠে, সেই ব্র্যান্ড কীভাবে তাবৎ দুনিয়াকে প্রভাবিত করে বাংলা ভাষায় এমন বিশ্লেষণধর্মী বই হয়তো তেমন নেই। আর এই বইয়ের আরও একটি বিশেষত্ব এখানেই, যেখানে বাংলাদেশে প্রেক্ষাপটে বিজনেসের পুরো ব্যাপারটাকে পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা করা হয়েছে।

বইটি কাদের জন্য-

  • তরুণ উদ্যোক্তা 

  • চাকুরীজীবি ( যারা বিজনেস ওয়ার্ল্ড জানতে ও বুঝতে চান) 

  • যারা নতুন বিজনেস শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন।

  • বিজনেস ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী ও শিক্ষক

  • ব্র‍্যান্ড প্রাক্টিশনার 

  • সেলস ও মার্কেটিং প্রফেশনালস

  • যারা মনের কোনে বিজনেসম্যান হবার সুপ্ত ইচ্ছা লালন করেন।

cover-updates.jpg

কোথা থেকে কোথায় এলাম

journy.png

২০০৭ ? ছিলাম সাধারণ একজন উদ্যোক্তা।  

 

২০২২ সালে এসে আল্লাহ্‌র রহমতে কয়েকটি সফল সফল বিজনেসের ওউনার । 

 

কীভাবে, কি জাদুর বলে এখানে এলাম, তার সবকিছু লেখার চেষ্টা করেছি এই বইয়ে।

arawd.png
award-4.png
award2-.png
photo-collage.png
Screenshot 2022-06-01 at 3.02.16 AM.png
Review & Feedback
review-2.png
review-1.png

বইয়ের ভেতরে কি কি আছে?

দুই পার্টে বিভক্ত বইটির প্রথম পার্ট - আইডিয়া টু ইন্ডাস্ট্রি

এই পার্টের মোট ২৫ টি অধ্যায়ে

বিজনেসের ব্যাটেলগ্রাউন্ডে জয়ী হওয়ার দারুণ সব ফ্রেমওয়ার্ক, টুলস,মেথড এবং অসংখ্য প্রাকটিক্যল এক্সাম্পল শেয়ার করা হয়েছে।

 

দ্বিতীয় পার্ট- ফেইলিউর টু ফেয়ারলেস। 

এই ধাপে ১০ টি অধ্যায়ে উদ্যোক্তা নিজেকে কিভাবে মেন্টালি স্ট্রং ও পাওয়ারফুলভাবে গড়ে তুলবেন সেই সাইকোলজি ও স্ট্রাটেজি তুলে ধরা হয়েছে। বেকার থেকে বিলিওনিয়ার হতে প্রয়োজন হয় ইস্পাত দৃঢ় মনোবল। এই অধ্যায়গুলো আপনাকে ফেয়ারলেস এবং বিগ এচিভার হতে হেল্প করবে।

বইয়ের ভেতরের কয়েক লাইন

বিজনেস শেখার বেস্ট ওয়ে শুরু করে দেওয়া। আগামীর পৃথিবীতে নেতৃত্ব দিতে বিজনেসের বিকল্প কিছু নেই… পৃষ্ঠা-২২

 

বৈধভাবে পকেটে টাকা আনার সফল প্রসেসই বিজনেস। বিজনেস ইজ  আ মানি মেকিং গেইম। সঠিকভাবে খেলতে পারলে কোটিপতি নাহয় ফুটপাতি 

( মানে রাস্তায় পড়ে যাবেন)। বিজনেসে মানি মেকিং এর সিক্রেটটা হলো… পৃষ্ঠা-২৩

 

৮০ ভাগ মার্কেটিং ব্যর্থ হয় ভুল মার্কেটে যাওয়ার কারণে। যার যেটা দরকার নেই সেটা তাকে অফার করলে রিজেকশন আসবে। আবার সবাইকে টার্গেট করা অনেক এক্সপেনসিভ। তাই কাস্টমার সেগমেন্ট করে খুঁজে বের করুন আপনার রাইট কাস্টমার… পৃষ্ঠা-২৫

 

Discover ( market) - খুঁজে বের করুন আপনার টার্গেট মার্কেট। অর্থনীতির ভাষায় মার্কেট বলতে বাজার বা প্রসেস বোঝালেও। মার্কেটিং এর ভাষায় মার্কেট মানে কাস্টমার এর সমষ্টি। বিজনেস টাকা আসবে কাস্টমারের পকেট থেকে। তাই আপনাকে অবশ্যই জানতে হবে কোন কাস্টমার…. পৃষ্ঠা-৩০ 

 

লিফট বা সিড়ি ছাড়া একটি উঁচু বিল্ডিং এর উপরে ওঠার কথা ভাবা যায়?এ যুগে এসে নিশ্চয়ই মই ব্যবহারের কথা ভাববো না।

বিজনেসে সাফল্যের চূড়ায় উঠতে সঠিক সিড়ি বা লিফট ব্যবহার ছাড়া উপায় নেই।

IMPAct মেথড ঠিক এমন একটি সিঁড়ি।

I- Idea M- Model….. পৃষ্ঠা-৩৩

 

 বিজনেস একটা সাধনা। ঠিকমতো সাধনা করতে পারলে ছোট পুঁজিতে অনেক বড় বিজনেস গড়ে তোলা সম্ভব। পৃথিবীর বেশিরভাগ সফল উদ্যোগ…পৃষ্ঠা-৪০

মূল কথা হচ্ছে পণ্য বা সেবা আপনার পছন্দ হোক বা না হোক আপনার টিজির পছন্দ হওয়াটাই আসল। তাই….পৃষ্ঠা-৪৬

 

আপনার বিজনেস এর বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করুন এবং সমাধান প্লান রেডি রাখুন। বিজনেস প্লানের এই অংশে এসে SWOT ও PESTEL অ্যানালাইসিস…. পৃষ্ঠা-৫৩

 

ইনোভেশন - এক বসায় সর্বোচ্চ কয়টা ডিম খেতে পারবেন?...পৃষ্ঠা-৭১

 

টনি শে, জেফ বিজোস, বিল গেটসরা বার বার প্রমাণ করে গেছেন কাস্টমার কেয়ারই ভবিষ্যতে ব্যবসায়ের মূল চালিকাশক্তি। কাস্টমার কেয়ারে ইনভেস্ট….পৃষ্ঠা-১৪৬

 

একজন মুড়ি বিক্রেতাও মার্কেটিং এর 4P মেনেই প্রতিদিন বিজনেস করে। সে জানে….পৃষ্ঠা-১৬৯

 

ব্যবসা শুরু করলেই চাকরি ছেড়ে দিতে হবে এটাও ভুল ধারণা। চাকরির….পৃষ্ঠা-১৮৩

আপনি উদ্যোক্তা হবেনই এই প্রতিজ্ঞা যদি ঠিক থাকে, তাহলে আপনার উদ্যোগটি নিয়ে কাজে নেমে পড়ার বেস্ট টাইম আগামী মাস কিংবা আগামীকাল নয়। গতকাল ছিল সবচেয়ে সঠিক সময় যেহেতু ঐটা চলে গেছে তাই আজ হচ্ছে সেরা সময়। তাই…পৃষ্ঠা-১৮৩

 

' অধিকাংশ মানুষ বড় হতে পারে না কারণ সে সাহস করে আকাশের  মতো সুউচ্চ টার্গেট সেট করে সেদিকে তাকাতে পারেনা।' পৃষ্ঠা-১৮৯

বিজনেসের দুনিয়ায় প্রতি মুহূর্তে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, রিস্ক নিতে হয়। বিজনেসম্যানের সবচেয়ে বড় অস্ত্র…..পৃষ্ঠা-১৯০

 

লড়াই টিকে থাকতে ৫+১ টি কাজ…পৃষ্ঠা-২৩৭

 

হতাশা আসবে, মেজাজ চরম খারাপ হবে, রাগে- দু:খে নিজের চুল ছিড়তে ইচ্ছে করবে, নিজেকে পৃথিবীর সবচাইতে অসহায় ব্যক্তি বলে মনে হবে।

কিন্তু হাল ছাড়লেই সব শেষ। মাটি কামড়ে পড়ে থাকুন, হালটা শক্ত হাতে ধরে যে রাখতেই হবে…পৃষ্ঠা-২৩৮

 

একজন উদ্যোক্তা প্রতিদিন সকালে জেগে উঠবেন নিজের…পৃষ্ঠা-২৩৯

"This will be the most valuable book for your business you have ever read"

বিজনেস জয়ের এত্তো এত্তো কিছু একসাথে!

তো আর দেরি কেন?

স্পেশাল নোট-

এতো কিছু জানার পরও হয়তো অনেকে অর্ডার করতে আলসেমি করবো। তাদের জন্য বলবো Procrastination এর বৃত্তে আটকে গেলে আপনি কখনো বড় হতে পারবেন না। রাইট ডিসিশন দ্রুত নিতে হয়।

 

৯০% উদ্যোক্তা না বুঝে বিজনেসে নামেন। বিজনেসস ব্লুপ্রিন্ট পড়লে আপনি ৯০% এর থেকে এগিয়ে থাকবেন।

Featured in 

bottom of page