top of page

Happiness Hacks

Mon, 28 Mar

|

ZOOM

Learn the real magic of life

Registration is closed
See other events
Happiness Hacks
Happiness Hacks

Time & Location

28 Mar 2022, 8:00 pm – 10:30 pm GMT+6

ZOOM

About the event

Learn happiness, learn life

আমরা জানি হ্যাপিনেস কেনা যায় না, কিন্তু এটা কি জানি যে হ্যাপিনেস শেখা যায়? জি, হ্যাপিনেস এখনকার দুনিয়ায় এগিয়ে থাকতে অন্যতম সেরা লার্নিং স্কিল। এজন্যই এমাজন, গুগল, টাটার মতো জায়ান্ট কোম্পানিগুলো হ্যাপিনেস এর আলাদা ডিপার্ট্মেন্ট চালু করছে। ভুটানের পর দুবাইতেও চালু হলো হলো হ্যাপিনেস মিনিস্ট্রি।

আগামীর পৃথিবীতে ধেয়ে আসা সবচেয়ে বড় দুর্যোগের নাম 'মানসিক অশান্তি' (করোনার চেয়েও শতগুণ ভয়াবহ)।

আমাদের দেশে দৈনিক ৪০ জন মানুষ আত্মহত্যা করছে। আরো ৬৫ লাখ মানুষ আছে ডিপ্রেশন মেজরে অর্থাৎ আত্মহত্যার ঝুঁকিতে রয়েছে।

পুরো শিক্ষা কারিকুলাম ক্যারিয়ার রিলেটেড টপিকে পরিপূর্ণ।

ইমোশনাল রিফ্রেমিং, মাইন্ড ম্যানেজমেন্ট, কনকুয়্যার স্ট্রেস, নো দাই সেলফ, সাইকোলজিক্যাল ফিটনেস এর মতো বিষয়গুলো আমাদের কারিকুলামেই নেই। তাহলে পরিবর্তিত বিশ্বে কিভাবে শিখবো ভালো থাকার উপায়? হুম, এজন্যই দরকার সেলফ লার্নিং।

হতাশার হিমালয় পাহাড় ঘাড়ের উপর নিয়ে না ঘুরে; চলুন একটু রিস্টার্ট দেই । নিজের ব্রেইন, মাইন্ড, বডি কিংবা হার্টের ফাংশনালিটি শিখে মিনিংফুল প্রশান্তিময় একটি জীবন উপভোগ করি।

হ্যাঁ !!!

এই প্রেক্ষাপটেই আঁচল ফাউন্ডেশন ও কোচ কাঞ্চন একাডেমির যৌথ উদ্যোগে আগামী ২৮শে মার্চ, ২০্২২ ঠিক রাত ৮ টায় অনুষ্ঠিত হবে "হ্যাপিনেস হ্যাকস" শীর্ষক একটি ওয়ার্কশপ।

অতিথি হিসেবে থাকছেন আপনাদের ও আমাদের সবার প্রিয় আর্ন্তজাতিক সার্টিফাইড হ্যাপিনেস কোচ "মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন"। পুরো কোর্সটি রিসার্চড বেইজড টপিকে পরিপূর্ণ।

যেসব টপিক কাভার করা হবে-

১। মাইন্ড ম্যানেজমেন্ট

২। ইমোশনাল রিফ্রেমিং

৩। আপসাইড অব স্ট্রেস

৪। প্রফেশনাল ওয়েলবিয়িং

৫। হেলদি লাইফ স্টাইল

৬। রিলেশনশীপ ম্যানেজমেন্ট

৭। ফাইনানশাল লিটারেসি।

সুতরাং আর দেরি না করে এখনই রেজিষ্ট্রেশন করে ফেলুন। জেনে নিন সুখী ও সুন্দর জীবনের সহজ সিক্রেটগুলো।

রিসার্চ বলছে, হ্যাপি পিপল এর প্রডাক্টিভিটি বেশী থাকে, ইনোভেশন ও ক্রিয়েটিভিটি ৩০০% পর্যন্ত বৃদ্ধি পায়, মনোযোগী হয়, সেলসে ভালো করে। তাই লাইফের সকল ক্ষেত্রে এগিয়ে থাকতে হ্যাপিনেস স্কিল এর বিকল্প নেই। সবার আগে হ্যাপিনেস..। 

💠 ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে- ২৮মার্চ, ২০২২

💠 সময়- রাত ৮.০০-১০.৩০টা

💠 মাধ্যম- জুম মিটিং

💠 রেজিস্ট্রেশন ফি- ৫০০ টাকা ( পেমেন্ট করতে-Bkash Personal 01710279797)

💠 রেজিস্ট্রেশন ডেডলাইন- ২৭ মার্চ, রাত ১০ টা।

💠 কোর্স শেষে থাকছে ই-সার্টিফিকেট।

প্রয়োজনে কল করুন-01799766935

Share this event

bottom of page