top of page

বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? বাংলাদেশ কততম সুখী দেশ?

Writer: Coach KanchonCoach Kanchon

Updated: Mar 21, 2023

বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?

আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, জার্মানি কিংবা ইংল্যান্ড নিশ্চয়ই এই নামগুলো সবার আগে মাথায় আসছে।


না, বিশ্বের সবচেয়ে সুখী ১০ দেশের তালিকায় উপরের কোন দেশের নাম নেই। বিশ্বের সুখী দেশের তালিকায় এক নাম্বারে আছে ফিনল্যান্ড। গত ৬ বছর যাবৎ শীর্ষ স্থানটি তারাই ধরে রেখেছে। ২য় স্থানে আছে ডেনমার্ক ৩য় আইসল্যান্ড। অর্থাৎ ১ম ৩টি দেশই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ।

কি কারণে ফিনল্যান্ড এতো সুখী দেশ?

গবেষকরা যেসব কারণ খুঁজে পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সোশ্যাল সিকিউরিটি, নাগরিকদের মধ্যে ন্যায়পরায়ণতা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানবোধ, নাগরিক সুবিধা, সরকারের পলিসি, স্বাধীনতা, ফ্রি হেলথ কেয়ার সুবিধা, আন-এমপ্লয়মেন্ট বেনেফিট ইত্যাদি।

এই বিষয়ে ফিনল্যান্ডের অ্যালটো উইনিভার্সিটির প্রফেসর মার্কেটা কায়টা বলেন,

“It’s closely related to social sustainability and whether you feel connected to your community.”

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩ এ বাংলাদেশ আছে তালিকার ১১৮তম অবস্থানে। ২০২২ সালের রিপোর্টে বাংলাদেশের অবস্থান ছিল ৯৪তম, ২০২১ সালে ১০১তম, ২০২০ সালে ১০৭তম এবং ২০১৯ সালে ছিল ১২৫তম অবস্থানে। এ বছর আমরা ২৪ ধাপ পিছিয়েছি।

অর্থাৎ ১৩৭টি দেশের মধ্যে অসুখী ২০ দেশের তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশ।

আমাদের পাশের দেশ ভারতের অবস্থাও সুবিধের নয়। তারা এ বছর ১২৬তম, পাকিস্তান ১০৮তম, শ্রীলঙ্কা ১১২তম এবং নেপাল ৭৮তম অবস্থানে রয়েছে।

আজ ২০ মার্চ, ইন্টারন্যাশনাল ডে অব হ্যাপিনেস উপলক্ষে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩ প্রকাশ করে জাতিসঙ্ঘ।

এবারের সুখী দেশের তালিকায় সবার নিচে আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও লেবাননের নাম।

সুখী দেশের তালিকা করার সময় মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন এবং তার সাথে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তিতে শূন্য থেকে দশ সূচকে নম্বর দেওয়া হয়। এর পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, স্বাধীনতা, জিডিপি, প্রত্যাশিত স্বাস্থ্যকর জীবন, উদারতা, দুর্নীতির মাত্রা এসবও বিবেচনায় নেওয়া হয়।

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এর বিস্তারিত দেখতে ভিজিট করুন-

বাংলাদেশের মানুষের হ্যাপিনেস লেভেলের বাড়ানোর মিশন নিয়ে কাজ করছে কোচ কাঞ্চন একাডেমি। একটি হ্যাপিয়ার, হেলদিয়ার ও বেটার বাংলাদেশ গড়ার মিশনে দেশব্যাপী বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ, ওয়েবিনার, সেমিনার ও ফেস্ট এর আয়াজন করা হচ্ছে।

পারসোনাল ও প্রফেশনাল লাইফে হ্যাপিনেস বাড়ানোর জন্য ডিপ ডাউন আলোচনা শুনতে পারেন রকমারি গল্পগ্রাফিতে-



হ্যাপিনেস স্টাডিস ও ওয়েলবিয়িং সায়েন্স নিয়ে বাংলা ভাষার ১ম বই 'সুখের সমীকরণ' পড়ুন এই লিংকে-


 
 
 

3 комментария


movicineplex
16 окт. 2024 г.

Go ahead Boss

Лайк

salmanfarsi6265
salmanfarsi6265
19 июн. 2024 г.

মাশাল্লাহ

Лайк

Molin Roy
Molin Roy
19 дек. 2023 г.

সুন্দর আলোচনা

Лайк
  • Facebook
  • Twitter
  • Instagram
  • LinkedIn

Copyright 2022 @ Coach Kanchon Academy

bottom of page