top of page

বিবিএ নাকি বিজনেস,কি করবেন?

  • Jan 20, 2019
  • 1 min read

ডাক্তারি পড়ে প্রায় সবাই ডাক্তার হয়,

ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হচ্ছে,

এলএলবি পড়ে এডভোকেট হচ্ছে,

কিন্তু বিজনেসে পড়ে সবাই চাকুরি খোঁজে কেন?


অনেকে বলবেন মূলধনের অভাব,এটাও ভুল কারণ বিজনেসে পড়ে পরবর্তিতে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকুরি যোগাড় করা মানুষ নেহায়েত কম নয়।


প্রকৃত অর্থে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিবিএ/এমবিএ কোর্সের নামে নিজেরাই বিজনেস করছে।আর হাজার হাজার শিক্ষার্থী এমবিএ প্রোগ্রামে ভর্তি হচ্ছে শুধু সার্টিফিকেট পাওয়ার আশায়।এজন্যই বিজনেসে মাস্টার্স করে ৮ম শ্রেণি পর্যন্ত পড়া কোন বিজনেস মালিকের অধীনে চাকরি করতে হয়।

যেসব শিক্ষক বিজনেস পড়াচ্ছেন তাদের নিজেদের বিজনেস করার বাস্তব অভিজ্ঞতা না থাকায় বাস্তবসম্মত জ্ঞান শিক্ষার্থীদের দিতে পারছেন না।


সাঁতার শেখার বই পড়ে যেমন সাঁতার কাটা যায় না,তেমনি থিওরি পড়ে বিজনেস করা সম্ভব না।

৪ বছরের বিবিএ কোর্সে যে টাকা ফি দিবেন,সেই টাকা দিয়ে একটা বিজনেস শুরু করুন।ধরে নিলাম আপনি বিজনেসে লস করলেন কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি আপনি বিবিএ কোর্সের চেয়ে অনেক বেশি কিছু শিখবেন।যা শিখলেন তা কাজে লাগিয়ে পুনরায় ব্যবসা/অন্য যেকোন কাজ শুরু করে আপনি নিঃসন্দেহে সাফল্য পাবেন।অন্তত,খাওয়া পড়া নিয়ে আপনি টেনশন এ থাকবেন না।


আর যাদের সামর্থ্য ভালো তাদের বলবো বিবিএ তে ভর্তির সাথে সাথেই একটা বিজনেস শুরু করুন,যাতে শিক্ষাটা প্রয়োগ করার সুযোগ পান।

📷




Comments


  • Facebook
  • Twitter
  • Instagram
  • LinkedIn

Copyright 2022 @ Coach Kanchon Academy

bottom of page